সর্বনাশের রং
আফজাল হুসাইন
ভাসিয়া উঠেছে সর্বনাশের রঙ, প্রলয়ঘণ্টা বাজিয়া উঠিবে ঢং। আজিকে তোরা থামা সব কোলাহল, ইস্রাফিল আজ ফুঁৎকারে অবিচল। মসজিদ পানে ছুটে যারে আফজল। আগামীকালের সূর্য প্রদিপ খানি, পশ্চিমাকাশে উঠিবে নাকি হে জানি। তবে সর্বনাশের রঙ যে গিয়াছে ভেসে, আমি তো বুঝেছি সত্যটা অবশেষে।
0 মন্তব্যসমূহ