সর্বশেষ

6/recent/ticker-posts

নবীর শিক্ষা

শে খ  হা বি বু র  র হ মা ন

তিন দিন হ'তে খাইতে না পাই, 
নাই কিছু মোরে ঘরে,

দারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে।

নাহি পাই কাজ তাই ত্যাজি লাজ বেড়াই ভিক্ষা করি,

হে দয়াল নবী, দাও কিছু মোরে নহিলে পরাণে মরি।'

আরবের নবী,করুণার ছবি ভিখারির পানে চাহি,

কোমল কণ্ঠে কহিল, -'তোমার ঘরে কি কিছুই নাহি?'

বলিল সে, 'আছে শুধু মোর কম্বল একখানি।'

কহিল রসুল, 'এক্ষণি গিয়া দাও তাহা মোরে আনি।'

সম্বল তার কম্বলখানি বেচিয়া তাহার করে,

অর্ধেক দাম দিলেন রসুল খাদ্য কেনার তরে,

বাকি টাকা দিয়া কিনিয়া কুঠার,হাতল লাগায়ে নিজে,

কহিলেন, 'যাও কাঠ কেটে খাও,দেখ খোদা করে কি-যে।'

সেদিন হইতে শ্রম সাধনায় ঢালিল ভিখারি প্রাণ,

বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান।

অভাব তাহার রহিল না আর,হইল সে সুখী ভবে,

নবীর শিক্ষা ক'রো না ভিক্ষা, মেহনত কর সবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ