শহীদনগর উচ্চ বিদ্যালয় পরিচিতিঃ
আলহাজ্ব আবুল হাসেম দপ্তরী 
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা স্থানীয় স্কুলটি পুনরায় চালু করার চিন্তা করলেন আব্দুল হাই আলহাদী। গীতিকার সাহেবের সহযোগী হলেন ইউনুস আলী বি এসসি। স্কুলঘর আর মাঠের জন্য প্রাথমিকভাবে ৫৬ শতাংশ জমিদান করলেন জনাব আবুল হাসেম দপ্তরী। পরবর্তী স্কুলের সম্পুর্ণ জমিটাই তিনি দান। করেছিলেন। পূনঃসচল স্কুলের নাম হল, যুগের আলো বিদ্যানিকেতন।
অষ্টম শ্রেণি পর্যন্ত এখানে পড়ানো হত।
১৯৮০ সালের শেষদিকে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নতি করার সময়ে স্কুলটির নাম হয় শহীদনগর উচ্চ বিদ্যালয়।
বর্তমানে এখানে ৬ জন শিক্ষক কর্মরত আছে।
বর্তমান প্রধান শিক্ষক জনাব শাহাব উদ্দিন ঢালী।
উৎসঃ
১। গফরগাঁও এর ইতিকথা শেখ রিয়াজ উদ্দিন আহমদ
৩। www.sdnhs.edu.bd
4. জেলা তথ্য বাতায়ন