গতকাল ১৯/১০/২০১৯ খ্রিস্টাব্দ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান। বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শাখার পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা। 

ছাত্রদল নেতারা জানান, তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রতিবাদ কর্কর্মসূচি পালন করছিল। হঠাৎ আওয়ামী ছাত্রলীগ ও পুলিশ তাদের উপর হামলা করেন। এতে ছাত্রদলের কমপক্ষে ২২ জন আহত হয়। আহতদের ভেতর ০৩ জনের অবস্থা গুরুতর। 

ছাত্রদল ও বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তারা জানান তাদের কর্মীদের চিকিৎসার জন্য হাসপাতালেও নেওয়া সম্ভব হচ্ছেনা। দেশী ও বিদেশী মানবাধিকার সংগঠনের কাছেও তারা সহায়তা চেয়ে আর্জি জানিয়েছেন।